ইউটিউবে হৃতিক রোশান-ক্যাটরিনার ‘ব্যাং ব্যাং’ ঝড়
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৪, ১০:৪১ পূর্বাহ্ণ
বিনোদন ডেস্ক ::
২২ জুলাই মুক্তি পেয়েছে হৃতিক রোশান আর ক্যাটরিনা কাইফ অভিনীত নতুন সিনেমা ‘ব্যাং ব্যাং’-এর ট্রেইলার। এরমধ্যেই ইউটিউবে ঝড় তুলেছে শ্বাসরুদ্ধকর অ্যাকশনের এই ট্রেইলার। মুক্তির পর থেকে রিপোর্টটি লেখা পর্যন্ত ৪১ লাখ ৩৫ হাজারবারেরও বেশি দেখা হয়েছে ভিডিওটি।
ট্রেইলারে হৃতিক-ক্যাটরিনার দুর্দান্ত রসায়ন মুগ্ধ করেছে হিন্দি সিনেপাড়াকেও। প্রিয়াঙ্কা চোপড়া, কারান জোহার, অভিষেক বচ্চন এবং সোনাম কাপুরদের মতো তারকারা নিজেদের মুগ্ধতা প্রকাশ করেছেন ট্রেইলারটি দেখে।‘ব্যাং ব্যাং’-এর ট্রেইলার নিয়ে কারান জোহারের টুইট, “একেই বলে ‘টিজার’!!! পুরোপুরি মুগ্ধ। ওদিকে সোনাম কাপুর মুগ্ধ ট্রেইলারে হৃতিকের পেটানো শরীর দেখে। “কেন এরা এতো বেশি সুন্দর দেখতে? হৃতিক একটু বেশিই হট!”
হলিউডি সিনেমা ‘নাইট অ্যান্ড ডে’-এর অফিশিয়াল রিমেইক সিদ্ধার্থ আনন্দের ‘ব্যাং ব্যাং’। মূল সিনেমায় অভিনয় করেছিলেন টম ক্রুজ এবং ক্যামেরন ডিয়াজ। হিন্দি রিমেইকে এবার টানটান উত্তেজনাকর সেই সব অ্যাকশন পর্দায় তুলে এনেছেন হৃতিক ও ক্যাটরিনা। আর সঙ্গে থাকছে হিন্দি সিনেমার হিসেবে বাড়তি পাওয়া হৃতিক-ক্যাটরিনার রোমান্স।
সিনেমাটি মুক্তি পাবে আগামি ২ অক্টোবর।