কমলগঞ্জে লক্ষাধিক টাকার আগর কাঠ আটক
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৪, ১০:০৩ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বিটের সামাজিক বনায়ন সংলগ্ন এলাকার আগর গাছ কেটে পাচারকালে মাইক্রোবাসসহ ৩২ পিস আগর কাঠ আটক করেছে বন বিভাগ। ২৮ সেপ্টেম্বর রবিবার রাত ১০ টায় আদমপুরের কাউয়ারগলা থেকে এ কাঠ আটক করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুরমা বন বিট কর্মকর্তার নেতৃত্বে আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা নামক স্থানে একটি মাইক্রোবাস তল্লাসি করে ৩২ পিস আগর কাঠ পাওয়া যায়। এ সময় গাড়ির ড্রাইভার পালিয়ে যায়। পরে গাড়িসহ আগর কাঠ রাজকান্দি রেঞ্জে নিয়ে আসা হয়। আটক আগরের বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা হবে বলে ধারনা করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, আটক আগর কাঠ রাজকান্দি রেঞ্জের সামাজিক বনায়নের। ওই বনায়নের ৭টি গাছ কাটা হয়েছে। প্রতিটি গাছের বেড় হবে ২ থেকে ৩ ফুট। এব্যাপারে কমলগঞ্জ রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, আগর গাছের ভিতরে ছোট ছোট ৩২ পিস আগর আটক করা হয়েছে। এ ঘটনায় বন আইনে একটি মামলা করা হবে।