কমলগঞ্জে ম্যালেরিয়া এডভোকেসি কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৪, ৯:৫১ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রন কর্মসূচির আওতায় এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক এর আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সত্যকাম চক্রবর্তীর সভাপতিত্বে এবং স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মোজাহিদ আলীর পরিচালনায় কর্মশালায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক শাহীন আহমেদ, ব্র্যাক স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম এর মৌলভীবাজার জেলা ব্যবস্থাপক সালেহ আহমেদ, কমলগঞ্জ উপজেলা ব্যবস্থাপক শাহানা আক্তার। কর্মশালায় সাংবাদিক, জনপ্রতিনিধি, ঈমাম, শিক্ষক, গ্রাম্য চিকিৎসক, ছাত্র, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।