কমলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৪, ৯:৪৪ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের ব্রাহ্মণউষার গ্রামে নিজ ঘর থেকে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ ২৯ সেপ্টেম্বর সোমবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় গুঞ্জন চলছে।
জানা যায়, ব্রাহ্মণঊষার গ্রামের মৃত কুতুব মিয়ার মেয়ে ইমা বেগম (১৪) ঘরে একা থাকাবস্থায় দরজা জানালা বন্ধ রেখে মাটিতে পা রেখেই পরনের ওরনা দিয়ে ফাঁস লাগায়। ধানি জমি থেকে তার ছোট ভাই এসে দরজা জানালা বন্ধ দেখে ঘরের মাঝের দেয়াল দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পার্শ্ববর্তী ঘরের লোকজন এসে ঘটনাটি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পুলিশকে অবগত করা হয়।
স্থানীয় এলাকাবাসী ঝুলন্তভাবে মৃতের পা মাটিতে লাগানো থাকায় ঘটনাটি রহস্যজনক এবং এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে জল্পনা কল্পনা করছেন।
শমশেরনগর ফাঁড়ির এসআই মতিউর রহমান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এসআই মতিউর রহমান বলেন, লাশের গায়ে কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পর হত্যা না আত্মহত্যা জানা যাবে।