সুনামগঞ্জে দু’দিনব্যাপী দুর্নীতি বিরোধী মেলার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৪, ৮:৫৮ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ সংবাদদাতা ::
“তথ্যই শক্তি” জানবো জানাবো, দুর্নীতি রোখবো” এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে আর্ন্তজাতিক তথ্য অধিকার তথ্য অধিকার দিবস উপলক্ষে দু’দিনব্যাপী দুর্নীতি বিরোধী মেলার উদ্বোধন করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর রোববার সকাল ১১টায় সচেতন নাগরিক কমিটির(সনাক) উদ্যোগে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনের সামনে থেকে দুর্নীতি বিরোধী এক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা সনাক সভাপতি নূরুর বর চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক খলিল রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও প্রযুক্তি) ড. আহমেদ উল্লাহ, জেলা সনাকের সাবেক সভাপতি অধ্যক্ষ পরিমল কান্তি দে প্রমুখ।
শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনের সামনে এ মেলা বসেছে। মেলায় ১৬টি স্টল বসেছে।
এদিকে, ম্যাস লাইন মিডিয়া সেন্টারের উদ্যোগে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক বিজন সেন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক তুরন মিয়া, নারী নেত্রী শীলা রায়, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, সাংবাদিক পঙ্কজ দে প্রমুখ।