না.গঞ্জের বন্দরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে নিহত ২
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৪, ৮:২২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও দুইজন। সোমবার সকালে বন্দরের আলীনগর এলাকার আবদুল মালেকের বাড়িতে এ ঘটনা ঘটে।
বন্দরের আলীনগর এলাকার আবদুল মালেকের বাড়িতে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরহাদ ও শাহাদাত। এছাড়া গুরুতর অসুস্থ দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) শেখ সাদি জানান, সোমবার সকালে আলীনগর এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে ভেতরে প্রবেশ করে দুই শ্রমিক। তারা গ্যাসে অসুস্থ হলে আরও দুই শ্রমিক ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে চারজনই গুরুতর অসুস্থ হলে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাঠানো হয়। নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ফরহাদ ও শাহাদাত নামের দুই শ্রমিকের মৃত্যু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতাল থেকে আরও দুইজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।