সড়ক দুর্ঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের ৮ কর্মকর্তা-কর্মচারী আহত
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৪, ৭:০৯ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
সড়ক দুর্ঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৮ কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।
২৮ সেপ্টেম্বর রোববার রাত দেড়টার দিকে সিলেট- ফেন্সুগঞ্জ সড়কের শিববাড়ি এলাকায় তাদের বহনকারী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- সিটি কর্পোরেশনের প্রধান কনজারভেন্সি কর্মকর্তা হানিফুর রহমান (৪০), গাড়ি চালক সিরাজ মিয়া (৪৩) এবং সহকারী পরিদর্শক নাছির মিয়া (৩৫), যুবায়ের (৩২), তোতা মিয়া (৪৫), বেলাল আহমদ (৩০), মামেদ (৪৫) ও লিটন (৩৫)।
আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তোতা মিয়ার অবস্থা আশঙ্কাজনক।
সিটি কর্পোরেশনের জন সংযোগ কর্মকর্তা মঈন উদ্দিন মঞ্জু বিষয়টি নিশ্চিত করে জানান, একটি পিকআপ ভ্যানে করে শহরের পারাইর চক এলাকায় সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা ফেলার ডাম্পিং ইয়ার্ড পরিদর্শনে যাচ্ছিলেন সিসিকের ৮ কর্মকর্তা-কর্মচারী। পথে শিববাড়ি এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আহত হন তারা।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি পূর্বদিককে নিশ্চিত করেছেন।
এদিকে, রাত ২টার দিকে সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান হাসপাতালে আহতদের দেখতে যান।