সিলেট মহানগর যুবলীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ৪:৪৯ অপরাহ্ণ
সিলেট অফিস ::
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উদযাপন করেছে সিলেট মহানগর যুবলীগসহ কয়েকটি সংগঠন ।
শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নগরীর দর্শনদেউড়ি দলীয় কার্যালয়ের সামনে জন্মদিনের কেক কাটেন যুবলীগের নেতাকর্মীরা। কেক কাটা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের সমৃদ্ধি কামনা করে বলেন- শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০২১ বাস্তবায়নে যুবলীগ নেতাকর্মীদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মুশফিক জায়গীরদারের পরিচালনায় জন্মদিনের অনুষ্ঠানে যুগ্ম-আহ্বায়ক সেলিম আহমদ সেলিমসহ বিভিন্ন স্তরেরর নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষে বাংলাদেশ পোয়েটস্ ক্লাবও গত ২৮ সেপ্টেম্বর রোববার সকালে দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডস্থ বিএনএস কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে।
পোয়েটস্ ক্লাবের মহাপরিচালক সাংবাদিক তাজুল ইসলাম বাঙালির সভাপতিত্বে ও কামাল আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন পোয়েটস ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এ বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে।
সভাপতির বক্তব্যে সাংবাদিক তাজুল ইসলাম বাঙালি বলেন, সুখী সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গড়তে নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, কবি সিরাজুল হক, কবি ধ্রুব গৌতম, শাহীনুর রহমান, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, মো. ফখরুল ইসলাম, সাহেদ আহমদ শান্ত, মাসুদ রানা চৌধুরী, আহসান হাবিব জাবেদ, জাকির হোসাইন প্রমুখ।