ওয়াটসআপে চলছে কোরবানীর পশু ক্রয়-বিক্রয়
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ১:০৫ অপরাহ্ণ
হাট কিংবা কারো বাড়িতে গিয়ে গরু দেখতে হয়না। এখন ওয়াটসআপে দেখলেই চলে। এবারের ঈদে কোরবানীর পশু ক্রয়-বিক্রয় হচ্ছে এভাবেই । প্রবাসী অধ্যূষিত সিলেটের প্রায় মানুষ কোরবানীর পশু কিনছেন ওয়াটসআপে। শুধু দেশের মানুষ নয় বিদেশ থেকে ও ওয়াটসআপে গরু পছন্দ করে অনেক প্রবাসী গরু ক্রয় করছেন নিজের চাহিদা মত।
আব্দুল খালিক রুহিল বলেন, ওয়াটসআপে গরু পছন্দ করে তার বৃটেন প্রবাসী বাবা কোরবানীর পশু কিনেছেন। পছন্দমত গরু কিনতে পারায় তিনি খুশি।
বিশ্বনাথের ইমরান মাহমুদ বলেন, অবিকল ওয়াটসআপে ছবি দেখা যায় তাই অনেকে এখন হাটে না গিয়ে ঘরে বসে ওয়াটসআপে পছন্দ করে কোরবানীর পশু কিনতে শুরু করেছেন। দেশের মানুষ ছাড়াও বিদেশে বসে পছন্দমত পশু ক্রয় করছেন অনেকে। এবারের ঈদে তার স্বজনরা তিনটি পশু কোরবানী দিবেন। ওয়াটসআপে পশুর ছবি লন্ডনে ইতিমধ্যে পোস্ট করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী ক্রেতা বলেন, ওয়াটসআপে গরুর ছবি দেখে ক্রিশ হাজার টাকায় একটি (ষাঁট) গরু কিনেছেন। গরুটি সুন্দর, তার পছন্দ হয়েছে বলে তিনি জানান।
আব্দুল খালিক রুহিল বলেন, ওয়াটসআপে গরু পছন্দ করে তার বৃটেন প্রবাসী বাবা কোরবানীর পশু কিনেছেন। পছন্দমত গরু কিনতে পারায় তিনি খুশি।
বিশ্বনাথের ইমরান মাহমুদ বলেন, অবিকল ওয়াটসআপে ছবি দেখা যায় তাই অনেকে এখন হাটে না গিয়ে ঘরে বসে ওয়াটসআপে পছন্দ করে কোরবানীর পশু কিনতে শুরু করেছেন। দেশের মানুষ ছাড়াও বিদেশে বসে পছন্দমত পশু ক্রয় করছেন অনেকে। এবারের ঈদে তার স্বজনরা তিনটি পশু কোরবানী দিবেন। ওয়াটসআপে পশুর ছবি লন্ডনে ইতিমধ্যে পোস্ট করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী ক্রেতা বলেন, ওয়াটসআপে গরুর ছবি দেখে ক্রিশ হাজার টাকায় একটি (ষাঁট) গরু কিনেছেন। গরুটি সুন্দর, তার পছন্দ হয়েছে বলে তিনি জানান।