সর্বদলীয় আলেমদের সভায় বক্তারা
বিকৃত ও ভুল ছাপা কোরআন শরীফ অবিলম্বে বাজেয়াপ্ত না করলে কঠোর কর্মসুচি দেয়া হবে
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ১১:৫০ পূর্বাহ্ণ
সিলেট অফিসঃ পবিত্র কোরআন শরীফ বিকৃত ভাবে ছাপা করে বিক্রি করায় ফুঁেস উঠেছেন সিলেটের আলেম সমাজ, ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের ধর্মপ্রিয় জনতা। নিউ এমদাদিয়া প্রকাশনী এবং মীনা বুক হাউস কর্তৃক প্রকাশিত ভুলছাপার কোরআন শরীফ বাজারজাত করার প্রতিবাদে সিলেটে সর্বদলীয় নেতৃবৃন্দের একসভা শনিবার বাদ মাগরিব নগরীর ধোপাদিঘীর পারস্থ আল ফালাহ টাওয়ারে অনুষ্ঠিত হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার সহসভাপতি মাওলানা খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বদলীয় ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ধর্মীয় অনুভুতিতে আঘাত করে কেউ রেহাই পাবেনা। তারা বলেন, বিকৃত ও ভুল ছাপা কোরআন শরীফ অবিলম্ভে বাজেয়াপ্ত না করলে কঠোর কর্মসুচি দেয়া হবে। ইহুদী ও নাস্তিক্যবাদীরা কোরআন নিয়ে কোন ষড়যন্ত্র করলে তা বিশ্ব মুসলিম বরদাশত করবে না।
সিলেট মহানগর জমিয়তের সেক্রেটারী অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকীর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আযাদ দীনী এদারায়ে তালিম বাংলাদেশের সেক্রেটারী মাওলানা আব্দুল বাসিত বরকতপুরী, শায়খুল হাদীস মাওলানা আব্দুল মতিন ধনপুরী, আনজুমানে আল ইসলাহ বাংলাদেশের কেন্দ্রীয় অর্থসম্পাদক আবু সালেহ মো কুতবুল আলম, জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা খলিলুর রহমান, খেলাফত মজলিস সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুখলিসুর রহমান, মহানগর সহসেক্রেটারী কেএম আব্দুল্লাহ আল মামুন, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সেক্রেটারী ক্বারী মাওলানা সিরাজুল ইসলাম, সহসেক্রেটারী মাওলানা নুর আহমদ কাসেমী, আনজুমানে আল ইসলাহ মহানগর সেক্রেটারী মাওলানা আজির উদ্দীন পাশা, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর সভাপতি মাওলানা ফয়জুল হক জালালাবাদী, ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি মাওলানা জিল্লুর রহমান, সেক্রেটারী হাফিজ নজির আহমদ, মহানগর সহসভাপতি আব্বাস উদ্দীন, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা জহুরুল হক, নওফল আহমদ, আন্জুমানে তালামিযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি নজির আহমদ হেলাল,কুমারপাড়া জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা শফিকুর রহমান প্রমুখ।
নেতৃবৃন্দ সভায় আল্টিমেটাম দিয়ে বলেন, বুধবারের মধ্যে অভিযুক্ত প্রকাশনীদ্বয়ের ত্রুটিযুক্ত কোরআন শরীফের সকল কপি বাজেয়াপ্ত করতে হবে। প্রকাশ্যে আল্লাহর দরবারে তওবা ও জাতির কাছে ক্ষমাচাইতে হবে। অন্যতায় বৃহৎ কর্মসুচির মাধ্যমে গণআন্দোলন গড়ে তোলা হবে, যার পরিনতি হবে অত্যন্ত ভয়াবহ। সভায় সিলেট সহ সারা দেশের সকল কুতুবখানা ও লাইব্রেরীসমুহ তাল্লাসীর মাধ্যমে ভুল ছাপার কোরআন শরীফ জব্দ করার জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানানো হয়।