কমলগঞ্জে ১২১টি পূজামণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি চলছে
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ১০:১২ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গাপূজা আগামী ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার মহাষষ্ঠীর পূজার মাধ্যমে এবারে ১২১টি সর্বজনীন পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। ব্যক্তিগত আরও ১২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চারিদিকে সাজ সাজ রব উঠেছে। উপজেলায় এসব সর্বজনীন পূজামণ্ডপে সরকারি বরাদ্দকৃত ৫৫ মেট্রিক টন জিআর চাল ইতিমধ্যে বিতরণ করা হয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মধুসুদন পাল জানান, সর্বজনীন ১২১টি ও ব্যক্তিগত পর্যায়ে ১২টি মণ্ডপে শারদীয় পূজা অনুষ্ঠিত হবে। রহিমপুর ইউনিয়নে ১৩টি, পতনঊষার ইউনিয়নে ১৩টি, মুন্সীবাজার ইউনিয়নে ১০টি, শমশেরনগর ইউনিয়নে ১৩টি, কমলগঞ্জ সদর ইউনিয়নে ৯টি, পৌরসভায় ৫টি, আলীনগর ইউনিয়নে ২১টি, আদমপুর ইউনিয়নে ১৪টি, মাধবপুর ইউনিয়নে ১৬টি ও ইসলামপুর ইউনিয়নে ৭টি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, এসব পূজামণ্ডপগুলোতে সরকারিভাবে বরাদ্দকৃত ৫৫ মেট্রিক টন জিআর চাল ইতিমধ্যে পূজা উদযাপন কমিটির সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ করা হয়েছে।