ফেইসবুক ব্রাউজিং ও প্রেম করে সময় নষ্ট না করতে শিক্ষার্থীদের সমাজকল্যাণমন্ত্রীর উপদেশ
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ১০:০২ পূর্বাহ্ণ
মহসীন মুরাদ ::
ফেইসবুক ব্রাউজিং ও প্রেম করে সময় নষ্ট না করে পড়ালেখায় আরো মনোযোগী হতে নারী শিক্ষার্থীদের উপদেশ দিলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী। তিনি বলেন, সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। এজন্য নারীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
২৮ সেপ্টেম্বর রোববার দুপুর ১টায় মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষের আয়োজনে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আমি মন্ত্রী হয়েছি আমার মেধা দিয়ে, তোমরাও তোমাদের মেধাকে কাজে লাগিয়ে সফলতার শীর্ষে পেঁৗঁছতে হবে। এজন্য শিক্ষার্থীদের লেখাপড়ায় আরো মনোযোগী হতে হবে। নিজের মতা বলে নিজের সফলতা বয়ে আনতে হলে সুশিা অর্জন খুবই জরুরি।
এ সময় মন্ত্রী কলেজের উন্নয়ন সম্পর্কে বলেন, দেিণর খালি জায়গায় একটি ভবন নির্মাণ করা হবে। তিনি কলেজের পশ্চিম দিকে ভবন নির্মাণের আশ্বাস দিয়ে বলেন, সেখানে মাটি ভরাট করে ভবন নির্মাণ করতে হলে অনেক টাকার প্রয়োজন এজন্য আমাকে সময় দিতে হবে। ৯০ দিনের ভেতর কলেজে একটি কম্পিউটার ল্যাব স্থাপনেরও আশ্বাস দেন মন্ত্রী।
কলেজের প্রফেসর মো. শাহজাহানের সভাপতিত্বে ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক মো. আব্দুল মালিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার তোফায়েল আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্য মো. শহিদুল্লাহ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্য সৈয়দ ফজলুল্লাহ, ভাইস প্রিন্সিপাল আব্দুস সাত্তার, কাশিনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোস্তাক আহমদ, আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল প্রমুখ।