নিউইয়র্কে হাসিনা মোদী বৈঠকে তিস্তা ও সীমান্ত চুক্তি আলোচনা
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ৯:৫২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
২৭ সেপ্টেম্বর শনিবারে নিউ ইয়র্কে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সেখানে স্থল সীমান্ত চুক্তি কার্যকর এবং তিস্তা চুক্তিসহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার পর ওই বৈঠকে বসেন দুই সরকার প্রধান।
নিউইয়র্ক থেকে স্থানীয় সাংবাদিক লাবলু আনসার জানিয়েছেন, তেত্রিশ মিনিট ধরে দুই নেতার বৈঠকটি চলে। বৈঠকে স্থল সীমান্ত চুক্তি কার্যকর করা এবং তিস্তা চুক্তিসহ দুই দেশের অমীমাংসিত সমস্যাগুলো তুলে ধরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
আর মোদী জোর দিয়েছেন সন্ত্রাস দমনের মতো বিষয়ের উপর। ধর্মীয় উগ্রপন্থী এবং আঞ্চলিক সন্ত্রাসীদের বিষয়ে শেখ হাসিনা দৃঢ়ভাবে জানিয়েছেন যে, কোনভাবেই তাদের প্রশ্রয় দেয়া হবে না।
মোদীর বাংলাদেশ সফরের আগে সমস্যাগুলোর সমাধান হতে পারে বলে বাংলাদেশকে আশ্বস্ত করা হয়েছে বলছেন লাবলু আনসার।
দুই দেশের মধ্যে করিডোর বা আন্তঃ চলাচলের মতো বিষয়ও আলোচনায় উঠে এসেছে।
দুই দেশের বাইরেও নেপাল, ভুটান এবং মায়ানমারের সাথেও যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধির বিষয়ে উভয় নেতাই একমত হয়েছেন।