আমেরিকার ভিসা সেন্টার এখন সিলেটে
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ৯:১৬ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনকারীরা এখন ঢাকার পরিবর্তে সিলেট থেকেই তাদের পাসপোর্ট ও ভিসা সংগ্রহ করতে পারবেন। এছাড়া ২০০৮ সালের পর সংগৃহীত যাদের ৫ বছরের মাল্টিপল ভিসার মেয়াদ শেষ হয়েছে, তারাও ইন্টারভিউ ছাড়া ড্রপ বক্সের মাধ্যমে এখান থেকে ভিসা সংগ্রহ করতে পারবেন।
২৭ সেপ্টেম্বর রোববার দুপুরে নগরীর জেলরোডস্থ আনন্দ টাওয়ারের সায়মন ওভারসীজ লিমিটেডে আমেরিকান ভিসা সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের ভাইস কনসাল উইল রমাইন এসব তথ্য জানান।
এ সময় তিনি আরো জানান, সিলেট হতে আমেরিকার ভিসা আবেদনকারীরা তাদের পাসপোর্ট সংগ্রহের জন্য এখন আর ঢাকায় যাওয়ার প্রয়োজন নেই। ঢাকার পরিবর্তে সায়মন ওভারসীজস্থ আমেরিকান ভিসা সেন্টার থেকেই তারা ভিসা সংগ্রহ করতে পারবেন।
তাছাড়া পরবর্তীতে আমেরিকান সিটিজেন সার্ভিসের সেবাসমূহ এই সেন্টার থেকে প্রদান করা হবে বলেও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সায়মন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এমএ মোহাইমিন সালেহ্, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জিএসএস প্রতিনিধি ইয়ামী সালেহ্ প্রমুখ।