ফেনীতে নিখোঁজের ৩ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ৮:৪২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ফেনীর ছাগলনাইয়া উপজেলা থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর স্কুলছাত্র ফয়সালের (১০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকাল ১১টার দিকে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কালিদাস পাহালিয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। ফয়সাল সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের প্রবাসী নিজাম উদ্দিনের ছেলে। সে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়তো।
ফেনী মডেল থানার ওসি মো. মাহবুব মোর্শেদ জানান, সকাল ১০টার দিকে স্থানীয়রা লেমুয়া বাজার সংলগ্ন নদীতে লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তিনি জানান, লাশ উদ্ধারের খবর পেয়ে ফয়সালের চাচাতো ভাই সজীব এসে লাশ শনাক্ত করে।
ফয়সালের পরিবারের সদস্যরা জানান, বুধবার মায়ের সাথে ছাগলনাইয়া উপজেলার ইসলামপুরস্থ বোনের বাড়িতে বেড়াতে যায় ফয়সাল। সেখান থেকেই নিখোঁজ হয় সে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও গত তিনদিনে তার সন্ধান পাওয়া যায়নি।