হংকংয়ে অসহযোগ আন্দোলনের ডাক
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ৮:০১ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক ::
চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে পূর্ণ গণতন্ত্র দিতে বেইজিং অসম্মতি জানানোর প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসেবে এই অসহযোগ হংকংয়ের গণতন্ত্রপন্থী ‘অকুপাই সেন্ট্রাল মুভমেন্ট’-এর নেতা বেনি টাই দেশটিতে গণঅসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন।
আজ রোববার ভোরে নগরীর সরকারি সদরদপ্তরের সামনে হাজার হাজার বিক্ষোভকারী উপস্থিতিতে টাই এ ঘোষণা দেন।
পুলিশের সঙ্গে গণতন্ত্রপন্থীদের সংঘর্ষ ও ৬০জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করার একদিন পর এই কর্মসূচি ঘোষণা করা হল। আগামী সপ্তাহ থেকে হংকংয়ের অর্থনৈতিক প্রাণকেন্দ্রে অসহযোগে সবাইকে সম্পৃক্ত করতে এরই মধ্যে প্রচারণায় নেমেছে আন্দোলনকারীরা।
চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে পূর্ণ গণতন্ত্র দিতে বেইজিং অসম্মতি জানানোর প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনের অংশ হিসেবে এই অসহযোগের ঘোষণা দেওয়া হল।
মাত্র কয়েকজন প্রতিবাদকারীর মাধ্যমে শুরু হওয়া বিক্ষোভে শিক্ষার্থীরা যুক্ত হওয়ার পর তা বিরাট রূপ নেয়। শনিবার সন্ধ্যায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
সম্প্রতি হংকং এ মনোনয়নের মাধ্যমে পরিচালক নিয়োগের সিদ্ধান্তের কথা জানায় বেইজিং। কিন্তু নির্বাচনের মাধ্যমে পরিচালনা ব্যবস্থার দাবিতে হংকংয়ে গত এক সপ্তাহ ধরে ধর্মঘট করছে শিক্ষার্থীরা।