নবীগঞ্জে তালামীযের সম্মেলন
আকীদার বিভাজন কোন হত্যার কারণ হতে পারে না – মাও. আহমদ হাসান চৌধুরী ফুলতলী
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৪, ৬:০১ অপরাহ্ণ
সিলেট অফিস ::
বাংলাদেশ আন্জুমানে আল-ইসলাহর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন মুসলমানরা আজ মুসলমানের শত্রু, সামান্য আকীদাগত বিভাজনের কারণে একে অন্যকে হত্যার মত জঘন্য কাজে তারা লিপ্ত। যে সময়ে ইসলাম বিরুধী শক্তিগুলোর বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কথা সে সময়ে মুসলমানদের এমন বিভাজন নিশ্চই কাম্য নয়। মুসলমানদের এমন কঠিন সময়ে তিনি দেশের সকল ইসলামী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ২৭ সেপ্টেম্বর শনিবার বিকালে শহরের নতুন বাজার মোড়ে অনুষ্ঠিত উপজেলা সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা তালমীযের সভাপতি জালাল উদ্দিন মো. ধন মিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মন্নান এর পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্জুমানে আল-ইসলাহর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান ও শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রেদ্বওয়ান আহমদ চৌধুরী।
সকাল দশটা থেকে শুরু হওয়া সম্মেলনে আরো বক্তব্য রাখেন আন্জুমানে আল-ইসলাহর কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা এম. হাসান আলী, অধ্যক্ষ মাওলানা এম এ নূর, হবিগঞ্জ জেলা তালামীযের সভাপতি মো. লিয়াকত আলী তালুকদার, সিলেট মহানগর সভাপতি মো. হুমায়ূনুর রহমান লেখন, হবিগঞ্জ জেলা তালামীযের সহ-সভাপতি আব্দুল মুহিত রাসেল, সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন ও উপজেলা আল-ইসলাহর সভাপতি মাওলানা মাহবুব আহমদ প্রমুখ।