কমলগঞ্জে লাউয়াছড়ায় ছড়ার বাঁধ ভেঙ্গে ৬টি গ্রাম প্লাবিত
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৪, ২:৫১ অপরাহ্ণ
জয়নাল আবেদীন, কমলগঞ্জ
প্রবল বর্ষণে পানি বৃদ্ধি পেয়ে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়ায় ছড়ার বেড়ি বাঁধের ২টি স্থানে ভাঙ্গণ দিয়ে আদমপুর ইউনিয়নের ৫ টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে রাস্তাঘাট, পুকুর, ক্ষেতের জমি তলিয়ে গেছে। ৩ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
আদমপুর ইউনিয়নের ইউপি সদস্য মুনিন্দ্র কুমার সিংহ জানান, শুক্রবার রাতের প্রবল বৃষ্টিপাতে আদমপুর ইউনিয়নের লাউয়াছড়ায় পানি বৃদ্ধি পায়। ছড়াটির স্লুইস গেইট বন্ধ থাকায় পানি জমে শনিবার দুপুরে বেড়ি বাঁধের উত্তর ও দক্ষিণ দিকে কোনাগাঁও ও ছনগাঁও নামক স্থানে ভাঙ্গণ দেখা দেয়। এতে করে কোনাগাঁও, ছনগাঁও, নয়াপত্তন, ঘোরামারা, তেতইগাঁও ও ভানুবিল গ্রামে বন্যা দেখা দিয়েছে। বন্যায় প্লাবিত ৬টি গ্রামের রাস্তাঘাট, পুকুর, ফসলের জমি পানিতে তলিয়ে গেছে। কোনাগাঁও ও ছনগাঁও গ্রামের প্রায় ৫০টি ঘরে পানি উঠেছে। পানিতে প্রায় ৩ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। এ ছাড়া আদমপুর ইউনিয়নের প্রায় ৫০ হেক্টর রোপা আমন পানিতে ডুবে গেছে। অপরদিকে ইসলামপুর, পতনউষার, কমলগঞ্জ সদর, মুন্সিবাজার, মাধবপুর ইউনিয়নের লঙ্গুছড়া, জপলাছড়া, লাঘাটা, সুনছড়ায় পানি বৃদ্ধি পেয়ে নিমাঞ্চল এলাকার ফসলি জমি তলিয়ে গেছে। বিকালে বৃষ্টি অব্যাহত থাকলে ধলাই নদীতে পানি বৃদ্ধি পাবার আশংকা রয়েছে।
এ দিকে ধলাই নদীতে শেষ রিপোর্ট (৪টা) পানি বিপদ সীমার কাছাকাছি অবস্থান করছে বলে মৌলবীবাজার পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা জানান।
কমলগঞ্জ উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল নবী জানান, পানিতে কমলগঞ্জ উপজেলায় প্রায় ১০০ হেক্টর রোপা আমন তলিয়ে গেছে।