কুলাউড়ার নবনির্মিত গ্রিড স্টেশন পরিদর্শন করলেন পিডিবির চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৪, ২:৪৬ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়ায় নবনির্মিত গ্রিড স্টেশন পরিদর্শন করলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আব্দুহু রুহুল্লাহ। ২৭ সেপ্টেম্বর শনিবার গ্রিড স্টেশন পরিদর্শনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নানা অভিযোগ শুনেন। অভিযোগগুলো গুরুত্বের সাথে আমলে নেন এবং প্রতিকারের প্রতিশ্রুতি দেন।
কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর জানান, বিউবো’র চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন বিউবো’র কেন্দ্রীয় বিতরণ বিভাগের প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান। চেয়ারম্যানের প্রধান সহকারী মো. কাওছার আমীর আলী ও প্রধান প্রকৌশলী পূর্তবিভাগ মো. মিনহাজ উদ্দিন। স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া পৌরসভার মেয়র কামাল উদ্দিন আহমদ প্রমুখ।
কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম জানান, কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র দখল করে আছেন একদল অসাধু চক্র। যারা ১৫-২০ বছর থেকে কুলাউড়ায় চাকরি করে এই সরবরাহ কেন্দ্রে দুর্নীতির শেকড় গেড়েছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমরা বিউবো’র চেয়ারম্যানকে অনুরোধ করেছি। তিনি বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।