মৌলভীবাজারে বিশ্ব পর্যটন দিবসের অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৪, ১২:০৫ অপরাহ্ণ
শহর প্রতিনিধি ::
সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন পর্যটন শিল্পের বিকাশ ইসলামী সার্টিফিকেটে হবে না। পর্যটন শিল্পকে তরান্বিত করতে তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষায় শিক্ষিত মেধাবীদের এগিয়ে আসতে হবে। জেলার পর্যটন স্পটগুলোর বিকাশ ও পর্যটকদের সুবিধার জন্য প্রমিত বাংলা এবং ইংরেজিতে পারদর্শী দক্ষ পর্যটক গাইড প্রয়োজন। এ শিল্পের বিকাশে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী। মন্ত্রী বলেন পর্যটন রেস্ট হাউজের ভূমিতে শিশু পার্ক করায় পর্যটনের উন্নয়ণে নতুন করে ভাবতে হচ্ছে।
স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে পর্যটন এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ২৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত্যেবে মন্ত্রী এ সব কথা বলেন।
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জহুরুল ইসলাম, গ্রান্ড সুলতান হোটেল এন্ড টি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক টনি খান, জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি জোহুরা আলাউদ্দিন, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল মৌলভীবাজার প্রেসক্লাব যুগ্ম সাধারন সম্পাদক সালেহ এলাহী কুটি, শিল্পকলার সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু প্রমুখ ।
বক্তারা বলেন, পাহাড়,ঝর্না, হাওর,চাবাগানসহ প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত পর্যটনের সম্ভাবনাময় ত্রিমাত্রিক জেলা মৌলভীবাজার। স্থানীয় কর্মসংস্থান ও রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারকে পর্যটন জেলার স্বীকৃতি দিয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু করার দাবি জানান বক্তারা।
সমাজকল্যাণ মন্ত্রী আরো বলেন বাংলাদেশকে পর্যটন দেশ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা মৌলভীবাজারের শমসেরনগরে বিমান বন্দর চালুর পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।