কুলাউড়ার অটোরিক্সা ছিনতাইকারী ৩ সদস্য সিলেটে আটক
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৪, ১০:৪২ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়া থেকে ছিনতাইকৃত সিএনজি অটোরিক্সাসহ ছিনতাইকারীচক্রের ৩ সদস্যকে ২৬ সেপ্টেম্বর শুক্রবার সিলেট থেকে আটক করেছে পুলিশ।
কুলাউড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের মো. আব্দুল খালিকের সিএনজি চালিত অটোরিক্সা (নং-সিলেট থ-১৩-০৫৬৯) গত ৬ সেপ্টেম্বর বিকেলে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে রোগী আনার জন্য ছিনতাইকারীরা জুড়ী হতে সিএনজি অটোরিক্সা ভাড়া করে। রোগী নিয়ে হাসপাতাল থেকে আসার সময় লুহাইউনি এলাকায় মাজারের সামনে এসে পূর্বপরিকল্পিতভাবে ছিনতাইকারীরা ড্রাইভারকে জুস খাইয়ে অজ্ঞান করে সিএনজি নিয়ে পালিয়ে যায়।
পরে গাড়ির মালিক বাদী হয়ে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া সার্কেলের এএসপি জুনায়েদ আলম সরকার ও এসআই আনোয়ারের নেতৃত্বে একদল পুলিশ সিলেট শাহপরান থানার পীরের বাজার এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন সিলেট বিমানবন্দর উপজেলার চৌকিদেখির হারিছ মিয়ার পুত্র মো. সাইদুল ইসলাম (২৭), সিলেট শাহপরান থানার লালকাডংকির মৃত মছাব্বির আলীর পুত্র মো. সামছুদ্দিন (৪৬), কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের সাদীপুর গ্রামের আজমত আলীর পুত্র মো. মামুনুর রশীদ মামুন (২২)।
কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জুনায়েদ আলম সরকার আটককৃতদের সত্যতা স্বীকার করে বলেন তারা আন্ত:জেলা সিএনজি ডাকাত দলের ২ দলনেতা ও ১ সদস্য।