পরীক্ষার হলে সহযোগিতা দায়ে বিশ্বনাথে শিক্ষক বহিস্কার
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৪, ৮:৪৭ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পরীক্ষার হল রুমে এক পরীক্ষার্থীকে সহযোগিতা করায় দেবব্রত সাহা নামের এক শিক্ষককে বহিস্কার করা হয়েছে। তিনি উপজেলার একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
জানা গেছে, ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলা সদরের রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালিন সময়ে এক শিক্ষার্থীকে নকল করার সুযোগ করে দেওয়ার অভিযোগে ওই শিক্ষককে তাৎক্ষণিকভাবে বহিস্কার করেন ইউএনও মুহাম্মদ আসাদুল হক।
এ ব্যাপারে রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল বারি বলেন, পরীক্ষার হল রুমে পরীক্ষার্থীকে শিক্ষক সহযোগিতা করায় তাকে বহিস্কার করা হয়েছে। ফলে অবশিষ্ট অন্যান্য পরীক্ষার হল রুমে ওই শিক্ষক আর থাকতে পারবেন না।