জুড়ীতে কিটনাশক পানে চা শ্রমিকের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৪, ৮:৩৭ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের চা বাগান এলাকায় কীটনাশক পান করে রাজেন্দ্র গোস্বামী (৪০) নামে এক শ্রমিক আত্মহত্যা করেছেন।
আজ ২৭ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজেন্দ্র গোস্বামী জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবি টিলা এলাকার মৃত সর্বময় গোস্বামীর পুত্র।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পরিবারের সবার অজান্তে রাজেন্দ্র গোস্বামী তার নিজ ঘরের কীটনাশক পান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিযে এলে কর্তব্যরত চিকিৎসক মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।