জামালপুরের জনসভার পথে খালেদা জিয়া
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৪, ৮:১৪ পূর্বাহ্ণ
জনসভায় যোগ দিতে টাঙ্গাইল থেকে জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
পূর্বদিক ডেস্ক ::
২৭ সেপ্টেম্বর শনিবার বেলা ১২টার দিকে টাঙ্গাইলের যমুনা রিসোর্ট থেকে খালেদার গাড়িবহর জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়।
বিকাল ৩টায় জেলা স্কুল মাঠে ২০ দলীয় জোটের জনসভায় বক্তব্য দেবেন তিনি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সংবিধানের ষোড়শ সংশোধনী ও জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলসহ বিভিন্ন দাবিতে এই জনসভার আয়োজন করা হয়েছে।
জামালপুরে জনসভায় যোগ দিতে রাতে ঢাকা থেকে টাঙ্গাইলে আসেন খালেদা জিয়া। যমুনা রিসোর্টে রাত যাপন করেন তিনি। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বলেন, জামালপুর পৌঁছে সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজ শেষ করে বিকাল ৪টায় জনসভাস্থলে যাবেন খালেদা জিয়া।
৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের পর ঢাকার বাইরে খালেদা জিয়ার এটি চতুর্থ জনসভা। এর আগে গত ১ মার্চ রাজবাড়ী, ২৮ মে মুন্সীগঞ্জ ও সর্বশেষ ২৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জনসভায় ভাষণ দেন তিনি।