গিনি-বিসাউয়ে স্থলমাইন বিস্ফোরণে নিহত ১৯
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৪, ৮:০৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
গিনি-বিসাউয়ের উত্তরাঞ্চলে একটি স্থলমাইন বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এতে আরো ১০ জন আহত হয়েছেন। শনিবার পুলিশ একথা জানিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাজধানী বিসাউয়ের ৭০ কিলোমিটার উত্তরে কম ব্যবহৃত একটি রাস্তায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। রাস্তায় জমে থাকা পানি এড়াতে গাড়িটি সামান্য ঘুরে যাওয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে।
এ ঘটনায় বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, বাসটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। কতিপয় যাত্রীর সঙ্গে আমি বাসটির ছাদে ছিলাম। ছাদ থেকে বিকট শব্দ শুনতে পাই। ঐ বিস্ফোরণে বাসটি দুই ভাগ হয়ে যায়।
সেনাবাহিনীর মাইন অপসারণ দলকে ঘটনাটি তদন্তের জন্য পাঠানো হয়েছে।