হিলি সীমান্তে বিএসএফের কারফিউ , অবৈধ অনুপ্রবেশে ৯ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৪, ৭:০৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ভারতে অনুপ্রবেশ ও জঙ্গি হামলা ঠেকাতে হিলি সীমান্তে কারফিউ জারি করেছে ভারতীয় বিএসএফ। প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত এই কারফিউ চলবে। ফলে বিএসএফ সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি টহল ব্যবস্থাও জোরদার করেছে। তবে কত দিনের জন্য এই কারফিউ বলবত থাকবে তা বিজিবির কর্মকর্তারা নিশ্চিত করতে পারেননি।
শুক্রবার বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল হ্লা হেন মং সীমান্তে কারফিউ জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারত-বাংলাদেশ সীমান্তরেখা অতিক্রমে নিষেধাজ্ঞা সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। বিজিবির সেক্টর কমান্ডার বলেন, গত ৮ মাসে সীমান্তের ভারত অংশে তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন। এ জন্য সীমান্তবাসীদের সতর্কতার সঙ্গে চলাচল করার আহ্বান জানান তিনি। এ সময় জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুর রাজ্জাক তরফদার উপস্থিত ছিলেন।
জানা গেছে, সম্প্রতি ভারতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদা তাদের কার্যক্রম পরিচালনার জন্য সেদেশে শাখা খোলার ঘোষণা দেওয়ায় এবং অনুপ্রবেশ বেড়ে যাওয়ায় বিএসএফ সীমান্তে এ ব্যবস্থা নিয়েছে।
এদিকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় ৯ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে সীমান্তের চেকপোস্ট রোডের টেম্পুস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। আটকৃতদের মধ্যে ২ শিশু, ৩ নারী ও ৪ পুরুষ রয়েছে।বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, আটককৃত ভারতীয়রা দিনাজপুরে যাওয়ার জন্য চেকপোস্ট রোডের টেম্পুস্ট্যান্ডে বাসে উঠার জন্য অপেক্ষা করছিল। তাদের কাছে পাসপোর্ট আছে-কিনা জানতে চাইলে তারা অবৈধপথে বাংলাদেশে আসার কথা স্বীকার করে। এসময় তাদের আটক করা হয়। বিকেলে তাদের ফেরত নেওয়ার জন্য বিএসএফকে পত্র দেওয়া হয়। কিন্তু সন্ধ্যা ৬টা থেকে ফেরত দেওয়ার জন্য সীমান্তের ২৮৫ মেইন পিলারের কাছে অপেক্ষা করা হলেও এখনও পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।
আটককৃতরা হলেন- ভারতের কোচবিহার জেলার কোতোয়ালি থানা এলাকার সুকুমার চন্দ্র দে (৫৫) ও তার স্ত্রী সত্য রানী দে (৪৫), দীপেন দে (৫২) ও তার ছেলে ভজন দে (১৫), ফণিচন্দ্র পাল (৫৮), সমীর চন্দ্র ভৌমিক (৩২) ও তার স্ত্রী অর্চনা ভৌমিক (২৮), ছেলে শুভ দেব ভৌমিক (১১), বাসন্তী দে (৬০)।