সিলেটে ছাত্রদলের দু’পক্ষের শক্তি প্রদর্শন, সংঘর্ষের আশঙ্কা
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৪, ৬:২৫ পূর্বাহ্ণ
সিলেট অফিস ::
বিদ্রোহীদের চ্যালেঞ্জের মুখে শনিবার সিলেটের রাজপথে নামছে নবগঠিত জেলা-মহানগর ছাত্রদল। শুক্রবার রাতে প্রথম সভা থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। পক্ষান্তরে পদবঞ্চিত বিদ্রোহী ছাত্রদল নেতাকর্মীরাও নগরীতে শোডাউনের কথা জানিয়েছে।
শোডাউনকে কেন্দ্র করে উভয়গ্রুপের নেতাকর্মীরা শুক্রবার রাতেই শক্তির সঞ্চার ঘটিয়েছেন বলে জানিয়েছে ছাত্রদলের একাধিক সূত্র। আর উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় কর্মসূচি থেকে বিরত থাকার আহবান জানিয়েছে জেলা ও মহানগর বিএনপি।
সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানাতে ও নিখোঁজ ইলিয়াস আলীকে ফেরত চেয়ে শনিবার দুপুরে নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে মিছিল বের করবে জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি। এজন্য তারা পুলিশের কাছ থেকে অনুমতিও নিয়েছে।
পূর্বদিককে বিষয়টি জানান, সদ্য ঘোষিত মহানগর ছাত্রদলের সভাপতি নূরে আলম সিদ্দিকী খালেদ।
অন্যদিকে, পদবঞ্চিত গ্রুপের নেতাকর্মীরা একই সময়ে রেজিস্ট্রি মাঠ ও কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোডাউন করার সিদ্ধান্ত নিয়েছে।
পদবঞ্চিত গ্রুপের নেতা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আমরা দুই ভাগে বিভক্ত হয়ে শোডাউন করবো। এজন্য আগেই মহানগর পুলিশের কাছ থেকে অনুমতিও নিয়েছি।
তবে সিলেট মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার এসএম রুকন উদ্দিন পূর্বদিককে বলেন, মিছিল-শোডাউন করার জন্য তারা ছাত্রদলের কোনো পক্ষকেই অনুমতি দেননি।
এ অবস্থায় পর্যাপ্ত পুলিশ মাঠে থাকবে জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটালে পুলিশ কঠোর পদক্ষেপ নিবে।
এদিকে, সদ্য ঘোষিত কমিটি নিয়ে চলমান বিরোধের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় জেলা ও মহানগর ছাত্রদলকে কর্মসূচি থেকে বিরত থাকার আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির নেতারা।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান দ্বন্দ্ব নিরসনকল্পে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সিদ্ধান্ত না আসা পর্যন্ত জেলা ও মহানগর ছাত্রদলকে সব কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। এরপরও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করলে এর দায়ভার নিজেদেরই বহন করতে হবে।
বিবৃতিতে গত ২৩ সেপ্টেম্বর ছাত্রদলের পদবঞ্চিতদের স্থগিত গণপদত্যাগ কর্মসূচিতে দেওয়া সিদ্ধান্ত মেনে চলার আহবান জানিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
বিবৃতি দাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপি সভাপতি এমএহক, কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট নুরুল হক, যুগ্ম আহবায়ক দিলদার হোসেন সেলিম, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি, অ্যাডভোকেট আব্দুল গফ্ফার, আবুল কাহের চৌধুরী শামীম, আব্দুর রাজ্জাক ও আলী আহমদ।
অপরদিকে শুক্রবার রাতে নবগঠিত সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নগরীর মিরাবাজারে প্রথম সভা করেছে।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী শনিবার দুপুরে রেজিস্ট্রি মাঠ থেকে মিছিল বের করবে তারা। সদ্য ঘোষিত মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল।
তিনি বলেন, দেশ ও দলের স্বার্থে সব ভেদাভেদ ভুলে ছাত্রদলকে সুসংগঠিত করতে হবে। তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের বঞ্চিত, তাগী, পরীক্ষিত নেতাকর্মীদেরকে মূল্যায়ন করার আহবান জানান।
পাশাপাশি ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আন্দোলনকে আরো বেগবান করার আহবান জানান তিনি।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমান, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ফখরুল ইসলাম, জেলা শাখার সহ-সভাপতি চৌধুরী মুহাম্মদ সুহেল, মহানগর যুগ্ম সম্পাদক রুমেল শাহ, যুগ্ম সম্পাদক আজিজুল হোসেন আজিজ, জেলা যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার, মহানগর সাংগঠনিক সম্পাদক আবদুর রকিব, সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন প্রমুখ।
সভায় বক্তারা খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সব মামলা প্রত্যাহার করার দাবি জানান।
এছাড়া জেলা ও মহানগর ছাত্রদলের শনিবারের মিছিল সফল করার জন্য কলেজ, উপজেলা, পৌর, ওয়ার্ড শাখাসহ সব পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।