ছাত্রলীগ নেতা উত্তমের উপর হামলার ঘটনায় আরো দুই শিবির ক্যাডার আটক
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০১৪, ৩:৫৭ অপরাহ্ণ
সিলেট আফিসঃ সিলেটে ছাত্রলীগ নেতা উত্তম কুমার দাসের উপর হামলায় জড়িত সন্দেহে আরো দুই শিবির ক্যাডারকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) সংলগ্ন তপোবন খুলিয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, শাবি’র ফুড ও টি টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিয়াউল হক জিয়া এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কাউসার আহমদ। জিয়া চট্টগ্রামের মিরেরসরাইয়ের তাজুল হকের ছেলে, কাউসার কুমিল্লার চান্দিনা উপজেলার আলী আশরাফের ছেলে।
দুই শিবির ক্যাডারকে আটকের ঘটনা স্বীকার করে জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানান, গত বুধবার রাতে শাবির প্রধান ফটকে ছাত্রলীগ নেতা উত্তর কুমার দাসের উপর হামলার ঘটনায় এদেরকে গ্রেফতার দেখানো হবে। ওসি তথ্য দেন আটককৃত জিয়া ২০১৪ সালের ২৬ জানুয়ারি শাবিতে বোমা ফাটিয়ে ত্রাস-অরাজকতা সৃষ্টি মামলার এজাহারনামীয় আসামী।
প্রসঙ্গত, গত বুধবার রাত ১০টায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মামণি রেস্টুরেন্টের সামনে আড্ডারত অবস্থায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ছাত্রলীগ নেতা উত্তর কুমার দাস। এ ঘটনায় শাবি’র রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বাদী হয়ে শিবির নেতা জাবেদুর রহমানসহ অজ্ঞাতনামা আরো ১৫ জনকে আসামী করে জালালাবাদ থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পরদিন ভোরেই জাবেদকে আটক করে পুলিশ