বিশ্বনাথে জমে উঠেছে কোরবানীর পশুর হাট
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০১৪, ৩:৩৪ অপরাহ্ণ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ প্রবাসী অধ্যূষিত বিশ্বনাথে জমে উঠেছে কোরবানীর পশুর হাট। হাটে কোরবানীর পশু কিনতে ক্রেতারা শুরু করেছেন দৌড়ঝাঁপ। গত কয়েকদিন ধরে বিশ্বনাথের গরুর হাটগুলো ঘুরে দেখা গেছে ক্রেতা-বিক্রেতার দৌড়াদৌড়ি। বাজারগুলোর ইজারাদার ক্রেতাদের সুবির্ধাদে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন। দেখা গেছে, এবার দেশী গরুর দাম গত বারের চেয়ে কিছু বেশী দামে বিক্রি হচ্ছে। বিদেশী গরু দেশী গরুর চেয়ে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে। খাঁশি, বেড়ার দাম গত বছরের চেয়ে এবছর বেশীদামে বিক্রি হচ্ছে।
আসন্ন ঈদুল আযহা ঈদ কে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশে আসা শুরু করেছেন প্রবাসীরা। স্বজনদের সঙ্গে ঈদ করতে দেশে এসেছেন বলে জানান, পশ্চিম শ্বাসরাম গ্রামের আরব আমিরাত প্রবাসী মো. সুহেল আহমদ। তিনি বলেন, ঈদের জন্য দেশে এসেছেন। স্ত্রী, ছেলে, মা, ভাইসহ আত্বীয়-স্বজন নিয়ে ঈদ করতে ভালবাসেন বলে ঈদ সামনে রেখে দেশে এসেছেন তিনি।
বিশ্বনাথ বাজারের ইজারাদার মো. পংকি খানের পক্ষে হাট পরিচালনার পরিচালক মো. ওয়ারিছ খান বলেন, সুন্দরভাবে বাজার চলছে। ক্রেতারা সুযোগ সুবিধা পাচ্ছেন। তিনি বলেন, বাজারবার ছাড়াও আগামী শনিবার হাট বসবে। ক্রেতারা দেশী বিদেশী গরু, ছাগল বেড়া ক্রয় করতে পারবেন।
ব্যবসায়ী মো. জিলু মিয়া বলেন, এ বছর গরুর দাম বেশী। গো-খাদ্যের দাম বেশী হওয়ায় গত বছরের চেয়ে এ বছর গরুগুলো বেশী দামে বিক্রি হচ্ছে।
পশ্চিম শ্বাসরাম গ্রামের মো. লেবু মিয়া বলেন, দেশী গরুর দাম সব সময় বেশী থাকে। তিনি বলেন, দেশী গরুর মাংস খেতে স্বাদ বেশী। কারণ প্রসঙ্গে তিনি বলেন, দেশী গরুতে ইনজেকশন দেয়া হয়না। কোন বেজাল খাবার খাওয়ানো হয়না। ফলে এর স্বাদ ও দাম বেশী।