নরেন্দ্র মোদির বিরুদ্ধে মার্কিন আদালতের সমন
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০১৪, ৩:০৪ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক ::
নিউ ইয়র্কের একটি আদালত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ২০০২ সালের গুজরাট দাঙ্গায় কথিত ভূমিকার জন্য সমন জারি করেছে।
নিউ ইয়র্কের একটি ডিস্ট্রিক্ট কোর্ট এই সমন জারি করে আমেরিকান জাস্টিস সেন্টার নামে একটি মানবাধিকার সংগঠনের অভিযোগের পরিপ্রেক্ষিতে। ২০০২ সালের দাঙ্গা থেকে বেঁচে যাওয়া দুজন ভারতীয় নাগরিকও এই মামলার বাদী।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার জন্য নরেন্দ্র মোদি আজ নিউ ইয়র্কে পৌঁছাবেন বলে কথা রয়েছে। ২০০২ সালে গুজরাটের ঐ সাম্প্রদায়িক দাঙ্গায় এক হাজারের বেশি মানুষ নিহত হন। এদের বেশিরভাগই ছিলেন মুসলিম।
গুজরাট দাঙ্গার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল এই দাঙ্গা ঠেকাতে তিনি কোন ব্যবস্থা নেন নি। নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট কোর্ট এই সমনের জবাব দেয়ার জন্য মিস্টার মোদিকে ২১ দিন সময় দিয়েছে।
গুজরাট দাঙ্গার ব্যাপারে ভারতে মোদির বিরুদ্ধে যে মামলা হয়, ভারতীয় আদালত তা ইতিমধ্যে খারিজ করে দিয়েছে। গুজরাট দাঙ্গায় সায় দেয়ার অভিযোগ মোদির রাজনৈতিক ক্যারিয়ারকে মারাত্মকভাবে কালিমালিপ্ত করে। এ কারণে যুক্তরাষ্ট্র তাকে নয় বছর ভিসা দিতেও অস্বীকৃতি জানিয়েছিল।
তবে এ বছরের শুরুতে ভারতের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় আসার পর পরিস্থিতি পাল্টে যায়।
মোদি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণের পর ওয়াশিংটনে যাবেন। সেখানে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে তাঁর একান্ত বৈঠকের কথা রয়েছে।