ঢাকায় কথিত আইএস সদস্য সন্দেহে ১জনকে গ্রেফতার করেছে পুলিশ
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০১৪, ২:৪৮ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে হিফজুর রহমান নামে এক ব্যক্তিকে তারা গ্রেফতার করেছে। জঙ্গী সংগঠন আইএস এর সাথে তিনি সংশ্লিষ্ট থাকতে পারেন বলে পুলিশ ধারণা করছে।
বিভিন্ন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রহমানকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন, গ্রেফতারকৃত কথিত আইএস সদস্য হাফিজুর রহমানকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরই তারা নিশ্চিত হবেন তার সাথে আইএস এর কোন যোগাযোগ হয়েছে কিনা।
মাসুদুর রহমান আরও জানিয়েছেন, আইএস বাংলাদেশ নামে যে ফ্যান পেইজ রয়েছে সেটি হিফজুর রহমানের খোলা এবং তিনি নিজ উদ্যোগে জিহাদী দল গড়ার চেষ্টা করছিলেন।
তবে তিনি জানান, আইএসের সঙ্গে হিফজুরের সরাসরি যোগাযোগ থাকার কোনো প্রমাণ পায়নি পুলিশ। তবে জেএমবির সঙ্গে তাঁর যোগসূত্রের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।