কুলাউড়ায় নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক দুই আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০১৪, ১:০৩ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়া উপজেলা থেকে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৭ টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এসআই নাজমুল হাসান ও সামছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ভোরে অভিযান চালিয়ে উপজেলার টিলাগাও ইউনিয়নের আশ্রয়গ্রামের মৃত ছমিদ আলীর পুত্র ওয়াহিদ মিয়া (৩৩) ও জয়চন্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই গ্রামের মৃত ইউনুছ মিয়ার পুত্র আব্দুছ সুবান (২৯) কে গ্রেফতার।
কুলাউড়া থানার সহকারী উপপরিদর্শক (এসআই) আখলিমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।