কমলগঞ্জে এক যুবকের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০১৪, ১২:৫৮ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামের রাজিব আলীর ছেলে আলম আলী (২০) নামে এক যুবক কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টায় মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
জানা যায়, বুধবার রাতে পারিবারিক কলহের জের ধরে আলম আলী কীটনাশক পান করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জেনে দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল ভর্তি করেন। দুদিন পর শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সংবাদ পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।