কেরানীগঞ্জে ৪ খুন
সন্দেহভাজন ৬ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০১৪, ১২:২৮ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মহানগর পুলিশের উপ কমিশনার মো. মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- সুমন ও জনি।
সুমনকে গাজীপুরের মির্জাপুর থেকে ও জনিকে মুন্সীগঞ্জ জেলা থেকে গ্রেফতার করা হয়। ২৬ সেপ্টেম্বর শুক্রবার ঢাকার পুলিশ সুপারের বাসভবনে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
গত ২৪ সেপ্টেম্বর বুধবার কেরানীগঞ্জের একটি ফ্ল্যাটে দুই শিশুসহ একই পরিবারের চার জনের মৃতদেহ পাওয়া যায়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায় বৃহস্পতিবার। তারা হলেন সাজু আহমেদ (৩৫), তার স্ত্রী রনজি বেগম (২৭), ছেলে ইমরান (৭) ও মেয়ে সানজিদা (২)। নিহতদের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার খরিজা তানজি গ্রামে।
এ ঘটনায় ওই দিনই জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির কেয়ারটেকার সোহেল আহমেদ ও আক্কাস আলী নামে এক যুবককে আটক করা হয়।