কুসুম শিকদারের পোড়া হাত
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ১০:০৫ পূর্বাহ্ণ
কুসুম শিকদারের দুই হাত পুড়ে গেছে। ফলে ঈদের আগে তিনি আর অভিনয় করতে পারছেন না। এতে নির্মাতারা পড়েছেন বিপাকে। তবে তাদের কিছু করারও নেই। পোড়া হাত নিয়েই কুসুম অভিনয় চালিয়ে যাচ্ছিলেন। এতেই তার কাল হয়ে দাঁড়ায়। পোড়া জায়গায় ইনফেকশন দেখা দেয়। ফেসবুকে তার পোড়া দুই হাতের ছবি দিয়ে জানিয়ে দিয়েছেন, কষ্ট করে দুই দিন অভিনয় করেছি। আর পারছি না। ইচ্ছে থাকা সত্ত্বেও ঈদের আগে অভিনয় করতে পারব না।
তবে কিভাবে তার হাত পুড়ল, এটি তিনি বলেননি।