কমলগঞ্জে শতাধিক শিশু নিউমোনিয়া আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ৯:৫৭ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জে বিভিন্ন গ্রামের নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ১১ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ জন শিশু ভর্তি হয়েছে। এছাড়াও ব্যক্তিগত চিকিৎসক ও ক্লিনিকে অনেকে চিকিৎসা নিচ্ছেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আবহাওয়া পরির্বতনের সাথে নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। আক্রান্তদের মাঝে শিশুরাই বেশি। উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১ থেকে দেড় বছরের বয়সী শিশুরা আক্রান্ত হচ্ছে। গত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১১ দিনে প্রায় ৫০জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
আকস্মিকভাবে এত শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের চিকিৎসা সেবা প্রদানে কিছুটা অসুবিধার সৃষ্টি হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সুশান্ত দাস বলেন, আক্রান্ত যে সব শিশু এখানে এসেছে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তিনি আরও বলেন, শিশু ছাড়াও অনেক বয়স্ক রোগী শ্বাস কষ্ট রোগে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারের গ্রাম্য চিকিৎসক ডা. নুরূল ইসলাম ও শমশেরনগর বাজারের ডা. দীপক মল্লিক বলেন, সম্প্রতি প্রতিদিন গড়ে ৩ থেকে ৫ জন করে নিউমোনিয়া আক্রান্ত শিশুর চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন ক্লিনিক নিউমোনিয়া আক্রান্ত শিশুরা চিকিৎসা সেবা গ্রহণ করছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সত্যকাম চক্রবর্তী নিউমোনিয়ার প্রাদুর্ভাবের সত্যতা নিশ্চিত করে বলেন, এ সময়ে টানা বৃষ্টিতে ও আবহাওয়ার পরিবর্তনে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। আর বয়স্করা শ্বাসকষ্টে ভোগছে। তবে অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। এ ক্ষেত্রে পারিবারিকভাবে একটু সচেতন হতে হবে।