সিলেটে বিস্ফোরকসহ শিবিরকর্মী আটক
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ৯:২১ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সংলগ্ন দামালি পাড়া এলাকা থেকে বোমা তৈরির দেড়কেজি সারঞ্জামসহ জাবেদুর রহমান নামের এক শিবিরকর্মীকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ।
২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে পুলিশ ওই এলাকায় অভিযান চালালে মেস থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
জানা যায়, জাবেদুর রহমান কিশোরগঞ্জের মিটাবন উপজেলার হলুয়া গ্রামের নূর মোহাম্মাতের ছেলে। সে শাবিপ্রবি’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের ছাত্র। এছাড়া সে শাবি ছাত্র শিবিরের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক।
জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন এ বিষয়ে জানিয়েছেন, আটককৃত ওই শিবিরকর্মীর কাছ থেকে ছাত্রলীগ নেতা উত্তমের উপর হামলার ঘটনার বেশ কিছু তথ্য পাওয়া গেছে। ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্য শিবির ক্যাডারদের নামও বলেছে সে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাচ্ছে না। তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। মামলা নম্বর-১৭। মামলা দায়ের করেছেন থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুর রশিদ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল ইকরাম উত্তমের উপর হামলার ঘটনায় বাদি হয়ে জালালাবাদ থানায় অজ্ঞাতনামা শিবির নেতাকর্মীদের আসামি করে মামলা করেছ। মামলা নম্বর-১৬। এ মামলার পরে পুলিশ শিবিরের বিভিন্ন মেসে অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি।