ঢাকার উত্তরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেসকোর ২ কর্মী নিহত
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ৮:৫৫ পূর্বাহ্ণ
ঢাকা প্রতিনিধি ::
রাজধানীর উত্তরায় লাইনে মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেসকোর দুইকর্মী মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে পূর্বদিককে নিশ্চিত করেন ডেসকোর মিরপুর জোনের প্রকৌশলী আনোয়ার হোসেন।
নিহতরা হলেন- আবু বকর (২৮) ও আল-মামুন সুমন (২৮)। এ ঘটনায় আহতরা হলেন- তৈয়ব আলী (৩০) ও আওলাদ হোসেন (২৯)।
প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, দুপুর দেড়টার দিকে উত্তরার ১৪ নম্বর সেক্টরের ২০ নাম্বার রোডে ১১ হাজার কেভির লাইন মেরামতের সময় চারজন বিদ্যুৎস্পৃষ্ট হন।
‘তাদেরকে প্রথমে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মধ্যে আবু বকর ও আল-মামুন সুমনকে মৃত ঘোষণা করেন।’
ঢামেকে চিকিৎসাধীন আছেন আওলাদ হোসেন। এছাড়া তৈয়ব আলীকে উত্তরা চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান প্রকৌশলী।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।