চলতি অর্থবছর দেশে প্রবৃদ্ধি বাড়বে, কমবে মূল্যস্ফীতি
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ৮:৪৬ পূর্বাহ্ণ
রাজনৈতিক স্থিতিশীলতা ও অনুকূল আবহাওয়া চলমান থাকা, অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধি ও রাজস্ব আদায় খাতে লক্ষ্যমাত্রা অর্জনের মতো সম্ভাব্য বিষয় বিবেচনায় নিয়ে ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৪ আপডেট’ শীর্ষক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে এডিবি।
পূর্বদিক ডেস্ক ::
চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বাড়বে এবং বার্ষিক মূল্যস্ফীতি কমবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ বৃহস্পতিবার ঢাকায় এডিবির কার্যালয়ে বার্ষিক এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেয় এডিবি। ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৪ আপডেট’ শীর্ষক প্রতিবেদনটি সারা বিশ্বে একযোগে প্রকাশ করেছে এডিবি।
প্রতিবেদনে বলা হয়, চলতি ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের সম্ভাব্য জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ। বিগত ২০১৩-১৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ১ শতাংশ। এবার সেটি দশমিক ৩ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করছে এডিবি।
এছাড়া বার্ষিক মূল্যস্ফীতি বিগত অর্থবছরের ৭ দশমিক ৪ শতাংশ থেকে কমে চলতি অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশে এসে দাঁড়াতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রাজনৈতিক স্থিতিশীলতা ও অনুকূল আবহাওয়া চলমান থাকা, অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধি ও রাজস্ব আদায় খাতে লক্ষ্যমাত্রা অর্জনের মতো সম্ভাব্য বিষয় বিবেচনায় নিয়ে এ পূর্বাভাস দিয়েছে এডিবি।
মূল্যস্ফীতি কমার সম্ভাব্য কারণ হিসেবে প্রতিবেদনে আন্তর্জাতিক বাজারে খাদ্য ও জ্বালানি তেলের মূল্যে নিম্নমুখী ধারা ও কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতামূলক মুদ্রানীতিকে উল্লেখ করা হয়েছে।
ঢাকায় প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুজি। তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ ও সরকার দেশের উন্নয়ন চাহিদাকে যেভাবে মোকাবেলা করছেন তাতে এডিবি খুশি। আমরা মনে করি বাংলাদেশের বর্তমানের চেয়ে বেশি হারে প্রবৃদ্ধি অর্জনের সম্ভাবনা রয়েছে।’
প্রতিবেদনটি উপস্থাপন করেন বাংলাদেশে এডিবির প্রধান অর্থনীতিবিদ মোহাম্মদ জাহিদ হোসেন।