বেঁকে যাচ্ছে আইফোন৬ প্লাস!
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ৭:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক ::
অ্যাপল যখন বড় মাপের আইফোন৬ প্লাসের ঘোষণা দিয়েছিল, তখন অনেকেই আশঙ্কা করছিলেন, এই স্মার্টফোনটি হয়তো পকেটে রাখা যাবে না। তাঁদের সে আশঙ্কা সত্যি হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর থেকে আইফোন বিক্রি শুরুর পর ভাগ্যবান যাঁরা ৫.৫ ইঞ্চি মাপের আইফোন হাতে পেয়েছেন, তাঁদের মধ্যে কেউ কেউ অভিযোগ করছেন, প্যান্টের পকেটে রাখলে সামান্য চাপ লেগেই বাঁকা হয়ে যাচ্ছে আইফোন৬ প্লাস।
ইতিমধ্যে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ফোন বাঁকা হয়ে যাওয়ার ছবি ছড়িয়ে পড়েছে। প্রযুক্তিবিষয়ক ব্লগ ম্যাক রিউমারে এ ধরনের অভিযোগ করেছেন কেউ কেউ। ম্যাক রিউমার ফোরামে এক ব্যবহারকারী দাবি করেছেন, প্যান্টের সামনের পকেটে আইফোন৬ প্লাস রেখে চার ঘণ্টা গাড়ি চালিয়েছেন এবং রাতের খাবার খেয়েছেন। এ ছাড়া নাচ শেষে বাড়ি ফিরেছেন। প্যান্টের পকেটে ১৮ ঘণ্টা থাকার পর ফোনটি বেঁকে গেছে। ডেভিনপিচার নামের আরেক ব্যবহারকারী দাবি করেছেন, প্যান্টের সামনের পকেটে রাখার পর তাঁর ফোনটির হালও একই হয়েছে। ম্যাকরিউমারে অনেকেই ফোন বেঁকে যাওয়ার কারণ হিসেবে বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। তবে ফোনের বড় আকারের কারণেই যে এটা হচ্ছে, সে বিষয়ে অধিকাংশই একমত।
ফোন সত্যি বাঁকা হয় কি না, ইতিমধ্যে তা পরীক্ষা করেও দেখা হয়েছে। আনবক্স থেরাপি নামের একটি পণ্য রিভিউভিত্তিক ইউটিউব অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে আইফোন বেঁকে যায় কি না—সেই পরীক্ষার ফলাফল। ভিডিওতে উপস্থাপকের হাতের চাপে ভলিউম বাটনের নিচের অংশ বেঁকে যাওয়ার বিষয়টি লক্ষ করা যায়।
আঁটসাঁট প্যান্টের জন্য আইফোন৬ জুতসই নয় বলেই উপস্থাপক মন্তব্য করেন।