বিএনপি নেতা আমান-সোহেল ও নাজিমুদ্দিনের বিচার শুরু
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ৬:৫৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
রাজধানীর বিমানবন্দর থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির এই তিন নেতার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ গঠন করা হয়েছে
পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মহানগর বিএনপির সদস্য সচিব হাবীন উন নবী খান সোহেল ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলমের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আতাউল হক অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আগামী ১১ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের স্বাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন।
২০১০ সালের ডিসেম্বর মাসে রাজধানীর বিমানবন্দর থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির এই তিন নেতার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।