ঝিনাইদহের কুসুমপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ৫:৩৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে জিয়ারুল হোসেন ওরফে রাজু ( ২৫ ) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবনগর উপজেলার ধানখোলা গ্রামের জাকির হোসেনের ছেলে। সেপ্টেম্বর বুধবার রাত ৯টার দিকে ৬১ নস্বর মেইন পিলারের ওপারে ভারতীয় ভূখণ্ডে এ ঘটনা ঘটে।
বিজিবি’র চুয়াডাঙ্গা- ৬ ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান জানান, রাত ৯টার দিকে একদল বাংলাদেশি গরু ব্যবসায়ী ৬১ নম্বর মেইন সীমান্ত পিলারের অধীন ১৮ নম্বর টি পিলারের পাশ দিয়ে জিরো লাইন ক্রস করে। ভারতের অভ্যন্তরে ঢুকলে নদীয়া জেলার
নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলে জিয়ারুল মারা যান। তার সঙ্গিরা লাশ বাংলাদেশে নিয়ে এসেছে। বিজিবি’র পক্ষ থেকে বিএসএফকে ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।