কুলাউড়ার শরীফপুর সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ৫:১৯ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কুলাউড়ার শরীফপুর সীমান্তের ভারতের অভ্যন্তরে কৈলাসহর এলাকায় ২৪ সেপ্টেম্বর বুধবার বিজিবি-বিএসএফ এর ব্যাটেলিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠে সকাল ১১টা ৫৫ মিনিট থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এ বৈঠক চলে।
বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় চাতলাপুর চেকপোস্টের ১৮৬৩ নং সীমান্ত খুঁটি এলাকায় বিজিবি ও বিএসএফের যৌথ প্রেস ব্রিফিংকে জানানো হয়, তাদের বৈঠকে বিজিবির পক্ষে সীমান্তের ১৫০ গজের মাঝে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে রাস্তার ওপর কালভার্ট নির্মাণ ও খোয়াই নদীর তীর সংরক্ষণমূলক কাজ করা, সীমান্তে বিএসএফ/ভারতীয় নাগরিক দ্বারা যাতে বাংলাদেশী নিরিহ নাগরিকদের মারধর করে নিহত বা আহত না করা, ভারতীয় নাগরিকরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ না করে, অদখলীয় ভূমি ভারতীয় নাগরিক দ্বারা নিয়ম বহির্ভূতভাবে চাষাবাদ না করা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া সীমান্তে সম্প্রীতি বজায় রেখে আরও জোরদার করাসহ সীমান্তে অপরাধ দমনে উভয় দেশের সীমান্তরক্ষায় জোর তৎপর হওয়ার বিষেয়ে আলোচনা হয়েছে।
তারা আরও জানান, কাঁটাতারের বেড়া নষ্ট না করা, সীমান্ত খুঁটি ভেঙে ফেলা, ও চাতলাপুর আইসিপি (চেকপোস্ট) সংলগ্ন ৬৫ মিটার কাঁটাতারের বেড়া নির্মাণ ইত্যাদি বিষয়েও আলোচনা হয়েছে। উভয় দেশের সেক্টর কমান্ডার দুই দেশের সীমান্তে যে কোন সমস্যা সমাধানে প্রয়োজেন অফিসার পর্যায়ে টেলিফোনে মাধ্যমে এবং সেক্টর কমান্ডার ব্যাটেলিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে সমস্যার সমাধানে সর্বদা সু-সম্পর্ক ও সম্প্রীতি বজায় রাখার পক্ষে সম্মত হন।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল তারিকুল ইসলাম খান ও বিএসএফের পক্ষে ডিআইজি আর কে শর্ম্মা নেতৃত্ব দেন। এছাড়া ও উপস্থিত ছিলেন বিজিবি অধিনায়ক ৪৬ ও ৫৫ ব্যাটেলিয়ন কমান্ডার, সহকারী কমান্ডার ৫২ বিজিবি ব্যাটেলিয়ন। বিএসএফের পানি সাগর, তেলিয়ামুড়া সেক্টর কমান্ডারগণ।