নিলামে চায়ের দাম বেড়েছে
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৪, ১২:০৭ অপরাহ্ণ
ডেস্ক রিপোর্ট ::
ঈদুল আযহা সামনে রেখে দেশীয় বাজারে চাহিদা বৃদ্ধিই দাম বাড়ার কারণ বলে জানিয়েছে চট্টগ্রামের নিলাম কর্তৃপক্ষ। দেশে চা পাতার দাম বেড়েছে। ঈদুল আযহা সামনে রেখে দেশীয় বাজারে চাহিদা বৃদ্ধিই দাম বাড়ার কারণ বলে জানিয়েছে চট্টগ্রামের নিলাম কর্তৃপক্ষ।
গত সপ্তাহে প্রতিকেজি মাঝারি মানের চায়ের দাম ছিল ১৮৫ টাকা যা এ সপ্তাহের নিলামে ১৮৫ টাকা ৯৯ পয়সায় বিক্রি হয়েছে। এছাড়া গত মঙ্গলবার চট্টগ্রামের চা পাতা নিলাম কেন্দ্রে প্রতিকেজি বড় দানা চা ১৬০ থেকে ১৭০ টাকা, মাঝারি দানা ১৭২ থেকে ১৭৭ টাকা ও ছোট দানা চা ১৮৩ থেকে ১৯৩ টাকা দরে বিক্রি হয়।
অনুকূল আবহাওয়ার কারণে সম্প্রতি বাংলাদেশে চায়ের উৎপাদন বেড়েছে। গত বছর দেশে চা পাতার উৎপাদন ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৬ কোটি ৩৫ লাখ কেজিতে দাঁড়ায়। কিন্তু দেশে প্রতিবছর সাড়ে ৬ কোটি কেজি চা পাতার অভ্যন্তরীণ চাহিদা রয়েছে। বাড়তি এ চাহিদা মেটাতে পণ্যটি আমদানি করতে হয়। অথচ একসময় চা রপ্তানীকারক দেশের মধ্যে অন্যতম ছিল বাংলাদেশ।
আর বেশি পরিমাণে আমদানি শুরু করায় দেশী চায়ের দাম কমে যায়। ফলে চলতি বছরের এপ্রিলে সরকার চা পাতা আমদানির ওপর ১৫ শতাংশ হারে শুল্ক আরোপ করে।