সিলেটে পাসপোর্ট অফিসে ভাঙচুর
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৪, ১১:০৪ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
অনিয়মতান্ত্রিক উপায়ে কাজ আদায়ে বাধার সম্মুখীন হওয়ায় সিলেটে পাসপোর্ট অফিসে দালালরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার বেলা পৌনে ২ টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার আলমপুর বিভাগীয় পাসপোর্ট অফিসে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল নজরুলের অনুসারী ও স্থানীয় ব্রাদার্স ক্লাবের পরিচয়ে ১৩/১৪ জন লোক কিছু পাসপোর্টের ফাইল জমা দিতে আসেন। ফাইলগুলো জমা না নেওয়ায় কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তারা। এক পর্যায়ে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনছাররা তাদের বের করে দিতে ঔদ্ধ্যত হন। এতে ক্ষিপ্ত হয়ে যুবকরা ইনপাটকেল নিক্ষেপ করে অফিসের সামনের গ্লাস ভাঙচুর করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে সিলেট বিভাগীয় পাসপোর্স অফিসের পরিচালক কফিল উদ্দিন ভূঁইয়া পূর্বদিককে বলেন, পাসপোর্ট তৈরির জন্য নিয়ে আসা ফাইলের লোকজন হাজির না থাকায় সংশ্লিষ্ট কর্মকর্তা কাগজপত্র ফিরিয়ে দেন। এসময় তারা নিজেদের স্থানীয় কাউন্সিলরের লোক ও ব্রাদার্স ক্লাবের পরিচয় দিয়ে শক্তির জানান দিতে গিয়ে ভাঙচুর করলে বিষয়টি পুলিশকে জানানো হয়।
সিলেট মহানগরীর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পূর্বদিককে বলেন, ‘তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দালালরা অফিসের সামনের গ্লাস ভাঙচুর করেছে। তবে জড়িত কাউকে আটক করা যায়নি।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
অভিযোগ অস্বীকার করে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সভাপতি বাবর আহমদ পূর্বদিককে বলেন, ‘দালালরা আমাদের ক্লাবের নাম ভাঙিয়ে এই অপকর্ম করেছে। এঘটনার সঙ্গে তাদের ক্লাবের কারো সম্পৃক্ততা নেই।
এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল নজরুল পূর্বদিককে বলেন, ‘এ বিষয়ে আমার কিছুই জানা নেই।’