জকিগঞ্জে ২ লক্ষাধিক টাকার ফেনসিডিল আটক
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৪, ১০:৫৭ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
সিলেটে বিপুল পরিমাণ ফেনসিডিল আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার ভোরে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার মানিকপুর হাজারিবাগ চৌরাস্তা থেকে ফেনসিডিলসহ একটি ট্রাক আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুছ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনসিডিল বহনকারী ট্রাকটি (সিলেট-ড-১১-১৮৩৮) আটক করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও হেলপার পালিয়ে যায়। এসময় গাড়ি থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মাদকের মূল্য আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।