শ্রীমঙ্গলে দেশিয় মদসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৪, ১০:৫০ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল সংবাদদাতা ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে ৩৮ লিটার দেশীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে শহরের হবিগঞ্জ রোড থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন-শিবু দাস (৩৫), মিলন রবি দাস (২৮) ও রফিক মিয়া (৩৭)। তাদের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের হবিগঞ্জ রোডে অভিযান চালিয়ে ৩৮ লিটার দেশীয় মদসহ তিনজনকে আটক করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিহির রঞ্জন দেব বিষয়টি নিশ্চিত করে জানান, তারা দীর্ঘদিন ধরে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।