কোরবানির পশুর হাটে থাকবে পশু চিকিৎসক
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৪, ৯:০৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশের সরকার আসন্ন ঈদুল আযহা বা কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশে পশুর গুরুত্বপূর্ণ হাটগুলোতে পশু চিকিৎসক টিম মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে প্রাণী সম্পদ মন্ত্রণালয় ।
বিপদজনক মাত্রায় গ্রোথ হরমোন, ভিটামিন এবং স্টেরয়েড ব্যবহার করে গরু মোটাতাজাকরণ নিয়ে জনমনে যে শঙ্কা দেখা দিয়েছে তার প্রেক্ষাপটে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে কর্মকর্তারা বলছেন।
প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ঢাকার ১১টি অস্থায়ী পশুর হাট এবং জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ হাটগুলোতে কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য এই ভেটেরিনারি টিম কাজ কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষা করবে।
তারা বলেন, এই পশু চিকিৎসকরা সন্দেহজনক মনে হলেই যে কোন পশুর স্বাস্থ্য পরীক্ষা করবে।
সরকারের প্রধান পশু চিকিৎসক লিয়াকত আলি বলেন, তাদের কাছে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব সাজ-সরঞ্জাম নেই। বাহ্যিক পরীক্ষার ওপর নির্ভর করেই তাদের কাজটি করতে হবে।
তবে তিনি দাবি করেন, খালি চোখে পরীক্ষা করেও বোঝা যায় পশুর দেহে স্টেরয়েড বা অন্য কোন হরমোন পুশ করা হয়েছে কিনা।