রাজনগরে প্রাণিসম্পদ বিভাগে প্রদেয় সেবা সমূহে অতিদরিদ্রদের জন্য করণীয় বিষয়ক মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৪, ৮:০০ পূর্বাহ্ণ
রাজনগর সংবাদদাতা ::
রাজনগর উপজেলা প্রাণিসম্পদ বিভাগে প্রদেয় সেবা সমুহে অতিদরিদ্রদের জন্য করণীয় বিষয়ক মতবিনিময় সভা ২৪ সেপ্টেম্বর বুধবার সকালে রাজনগর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
প্রাণিসম্পদ বিভাগের সেবাসমূহে অতিদরিদ্রদের প্রবেশগম্যতা বৃদ্ধির লক্ষে অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ, ব্র্যাক এর আয়োজনে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আমিনুল ইসলাম খান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সহিদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন রাজননগর উপজেলা প্রাণী সম্পদ সার্জন ডা. নুরে আলম। অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ, ব্র্যাক এর সোশ্যাল কমিউনিকেটর সুরেশ কুমার ঘোষ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা ব্র্যাক প্রতিনিধি আরিফুর রহমান, ব্র্যাক অতিদরিদ্র কর্মসূচি সিনিয়র শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম।
সভায় জিও, এনজিও, সুশীল সমাজের প্রতিনিধি, ইউনিয়ন প্রাণী সম্পদ কর্মকর্তা সাংবাদিকসহ ২৪জন অংশ গ্রহণ করে।