সিলেটে আজ সন্ধ্যায় মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আলোর মিছিল
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৪, ৭:৪২ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
২৪ সেপ্টেম্বর দিনটি সিলেটে পালিত হয় মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দিবস হিসেবে। দিবসটি উপলক্ষে বুধবার সন্ধ্যা ৬টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আলোর মিছিল শুরু হবে।
১৯৮৮ সালের এই দিনে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা সিলেটের প্রগতিশীল আন্দোলনের তিন তরুণকর্মী মুনির, তপন ও জুয়েলকে খুন করে। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়েই সিলেটে উত্থান হয় স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির চক্রের।
২০১০ সাল থেকে সিলেটের মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সাংস্কৃতিক মোর্চা এই দিনটিকে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দিবস হিসেবে পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় প্রতি বছর সিলেট শহীদ মিনার থেকে আলোর মিছিল বের হয়। আলোর মিছিলে সিলেটের প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।